রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানবিকতা

আব্দুল লতিফ লিটু ঠাকুরগাঁও

মানবিকতা

সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) কামরুজ্জামান সেলিম। বিভিন্ন মানবিক বিষয়ে এগিয়ে আসার জন্য তিনি ‘মানবিক ডিসি’ নামে পরিচিতি লাভ করেছেন। কামরুজ্জামান সেলিম ঠাকুরগাঁও জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর জেলায় হত্যা, দুর্ঘটনাসহ নানা সমস্যায় তাৎক্ষণিক তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসক সপ্তাহে দুই দিন জেলার বিভিন্ন স্কুলে রসায়ন বিষয়ে ক্লাস নিয়ে আলোড়ন তৈরি করেছেন। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ডিসির ক্লাস করেন বলে জানিয়েছেন অনেকে। রাণীশংকৈল উপজেলায় যুদ্ধশিশু সুদির চন্দ্ররায়কে ইজিবাইক বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বীরাঙ্গনা টেপরি বেওয়ার (৭০) ছেলে অসুস্থ সুদির চন্দ্র রায়কে এক লাখ ৫৫ হাজার টাকা মূল্যের নতুন ইজিবাইক বিতরণ করেন নিজ অর্থায়নে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ জন এতিম শিশুকে বাইসাইকেল ও বালিকা পাঁচজনকে দিয়েছেন কম্পিউটার। কয়েকজন অসহায় শিক্ষিত প্রতিবন্ধীকে চাকরিও দিয়েছেন তিনি। ইজিবাইক পেয়ে অত্যন্ত খুশি সুদির চন্দ্র। তিনি বলেন, ‘আমি এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো।’ এ সময় জেলা প্রশাসক সুদিরের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তার ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ সরকারিভাবে বহনের আশ্বাস দেন। ডিসি বলেন, ‘আমি মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আমার কাছ থেকে কোনো মানুষ খালি হাতে ফেরত না যায় সেজন্য কাজ করে যাচ্ছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর