সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্লাসপরীক্ষা বন্ধ রেখে সম্মেলন!

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যেতে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকদের বাধ্য করার অভিযোগ উঠেছে। শিক্ষকদের কেউ কেউ বিষয়টি স্বীকার করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পর রবিবার নলডাঙ্গা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। সম্ভাব্য নেতৃত্বের অনেকেই এবং তাদের নিকটজন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তাদের নির্দেশ মানতেই বাধ্য হয়ে স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত এবং স্কুল বন্ধ রেখে সম্মেলনে হাজির হয়েছেন। স্থানীয় বিভিন্ন সূত্র ও অভিভাবকরা জানান, উপজেলার বাসুদেবপুর শীষ চন্দ্র বিদ্যানিকেতন, ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়সহ উপজেলার অন্তত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকরা অনুষ্ঠানস্থলে হাজির হন। সভাপতি প্রার্থী রুবেল হোসেন বলেন, ‘যারা কাউন্সিলর তারাই সম্মেলনে উপস্থিত হয়েছেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। ইউএনও জানান, যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকে তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

সর্বশেষ খবর