চাঁদপুরে নবজাতক হাসপাতালে রেখে পালিয়েছেন মাসহ স্বজনরা। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের দেখভাল করছে। শহরের তালতলা ‘দি ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানায় জিডি করেছে। হাসপাতাল সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর রাতে চাঁদপুর সদর উপজেলার আবদুল হাকিমের স্ত্রী সালমা হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতেই নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা শিশু জন্ম দেন তিনি। পরে ওষুধ কেনার কথা বলে নবজাতকের মাসহ স্বজনরা শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতাল মালিক সুলতানা আক্তার সেতু জানান, জন্মের পর প্রথম দিকে বাচ্চাটির জ্ঞান ছিল না। প্রায় ঘণ্টা খানেক পর বাচ্চাটি নড়েচড়ে ওঠে। শিশুটির অক্সিজেন ও স্যালাইন চলছে। ডাক্তার তাকে আইসিইউতে রাখতে বলেছেন কিন্তু আমাদের এখানে আইসিইউ নেই। আমরা রোগীর দেওয়া ঠিকানা অনুযায়ী শিশুর মায়ের খোঁজ করেছি কিন্তু কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের আয়া সখিনা বেগম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ওই বাচ্চার চিকিৎসা করছে। আমি তার দেখাশোনা করছি। চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে নবজাতকের মাকে খুঁজে বের করা হবে। চাঁদপুর সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘বাচ্চাটির জন্য আমাদের যতটুকু করার সুযোগ আছে, আমরা করব।’