রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর দর্শন ছিল অর্থনৈতিক সুষম বণ্টনের সংমিশ্রণ

------- ড. আবুল বারকাত

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন ছিল সাধারণ মানুষের জীবনবোধ এবং অর্থনৈতিক সুষম বণ্টনের সংমিশ্রণ। জনগণের অন্তর্নিহিত অপার শক্তি ও ক্ষমতার ওপর ছিল বঙ্গবন্ধুর পূর্ণ আস্থা ও বিশ্বাস। বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগামী। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর দর্শনের আলোকে দেশের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করতে হবে।’

গতকাল দিনাজপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে ‘বঙ্গবন্ধু-দর্শন ও মানব উন্নয়ন’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন।

সর্বশেষ খবর