শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় নতুন কমিটি নিয়ে মাঠে নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নতুন কমিটি নিয়ে মাঠে নামছে বিএনপি

দীর্ঘসময় ধরে ক্ষমতার বাইরে, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, আর হামলা নিয়ে ভালো নেই বগুড়া বিএনপি। সবশেষ চলতি বছরের প্রথম দিনে ৫ পুলিশের ওপর হামলা করে নতুন করে আসামি হয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৬০০ নেতা-কর্মী। সম্প্রতি আহ্বায়ক কমিটি জেলা বিএনপিকে নতুন করে সাজাতে মাঠে নেমেছে। আর এই নতুন কমিটিতে স্থান পেতে উঠতি তরুণরা দৌড়ঝাঁপও শুরু করেছেন। অনেকেই বিভিন্নভাবে তদবির করছেন। কেউ ঢাকা যাচ্ছেন। কেউ যাচ্ছেন নাটোর। আবার কেউ আছেন লন্ডনের ফোনের অপেক্ষায়। এসব নানা ঘটনার মধ্য দিয়েই জেলা বিএনপি নতুন কমিটি নিয়ে নতুন করে মাঠে নামছে। জেলা বিএনপির সব ইউনিট কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিট গঠনের তোড়জোড় চলছে। ২০১৯ সালের মে মাসে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক এবং জেলা অ্যাডভোকেটস বার সমিতির সিনিয়র আইনজীবী একেএম সাইফুল ইসলাম ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়। এরইমধ্যে ২৪ জুন ২০১৯ বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক জয় পান। এই উপনির্বাচনে দলের নেতা-কর্মীরা একত্র হয়ে কাজ করেন। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ দলের সিনিয়র নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে জেলা বিএনপিকে নতুন করে সাজাতে উদ্যোগ নেন। ২৪টি সাংগঠনিক ইউনিট ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এরপর উপজেলা এবং পরে জেলা বিএনপি গঠনে কাজ করা হবে বলে দলটির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন। 

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর-(৬) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ জানান, দল পুনর্গঠন শুরু হওয়ায় গত ১০ বছরে যারা দলে উপেক্ষিত ছিলেন তারা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়েছেন। রাজপথের কঠোর আন্দোলনের জন্য শক্তিশালী সংগঠনের বিকল্প নেই।

সর্বশেষ খবর