সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভালো কাজের জন্য জিয়া আজও অমর হয়ে আছেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপির প্রতিষ্ঠাতা, বগুড়ার কৃতী সন্তান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে পালিত কর্মসূচির মধ্যে ছিল ড্যাবের আয়োজনে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল। দিনের শুরুতে বগুড়া অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ড্যাবের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, অধ্যাপক  ডাক্তার  শাহ  মো. শাহজাহান আলী, অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকসহ দলীয় নেতারা। এর পর শহরের টিএমএসএস মহিলা মার্কেট  মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা হয়। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এম রফিকুল ইসলাম।

বিশেষ আলোচক ছিলেন পৌর মেয়র অ্যাড. এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, মোশারফ হোসেন এমপি।

প্রধান আলোচক বলেন, জিয়াউর রহমান  মাত্র ছয় বছরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ আমূল পরিবর্তন এনেছিলেন। তাই তিনি জনগণের কাছে অমর হয়ে আছেন।

সর্বশেষ খবর