মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িসহ দুই প্রতিবেশীকে হত্যার পর এক যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এরমধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি অপমৃত্যু মামলা। রবিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাথল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। তবে হত্যা মামলায় কাউকে আসামি করা হয়নি। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার ভোররাতে পারিবারিক কলহ নিয়ে নির্মল কর্মকারের সঙ্গে তার স্ত্রী জলি বুনাজির ঝগড়া হয়। এর জের ধরে সে জলিকে কুপিয়ে হত্যা করে। এ সময় জলিকে বাঁচাতে তাঁর মা লক্ষ্মী ও পাশের ঘরের বসন্ত ভৌমিক এবং বসন্তের মেয়ে শিউলী এগিয়ে এলে নির্মল তাদেরও কুপিয়ে হত্যা করে। এ সময় বেঁচে যায় ঘাতকের সৎ মেয়ে চন্দনা। চন্দনা দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশপাশের শ্রমিকরা বাড়ি ঘেরাও করে। এ অবস্থায় নির্মল ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। পাল্লাথল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন জানান, হত্যাকারী নির্মল কর্মকার ছাড়া নিহত সবাই চা বাগানের শ্রমিক। চাঁদপুরে স্কুলছাত্র হত্যার ঘটনায় আটক ৫ : চাঁদপুরের হাজীগঞ্জে দোকানের ভিতর থেকে রবিবার স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তবে দোকানের কর্মচারী ফারুক হোসেন (২৮) ও শাকিল (১৮) পলাতক রয়েছে। নিহত রিয়াদ (১৬) গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। কর্মচারী ফারুক কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। নিহত রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জেনেছি। এ ছাড়া রিয়াদের চাচা শাকিল আমার বোনকে বিয়ের প্রস্তাব দিলে আমরা রাজি হইনি। এ নিয়ে শাকিলের সঙ্গে আমার ছেলের দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রায় দু’মাস আগে শাকিল একটি ঘটনাকে কেন্দ্র করে রিয়াদকে ছুরিকাঘাত করে। তখন থানায় একটি অভিযোগ দিয়েছি। রিয়াদের বাবা ফারুক মিয়া বলেন, আমার চাচাতো ভাই শাকিলের সঙ্গে আমার ছেলের দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে থানায় বসে শালিসের মাধ্যমে একটি স্টাম্প হয়েছে। তারা আমার ছেলেকে হুমকি-ধমকি দিয়েছিল। সপ্তাহখানেক আগে আমার নতুন বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আমার ছেলেকেও খুন করল। শাকিল ও ফারুক পলাতক রয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনসহ ৫জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
পারিবারিক কলহ থেকেই চার হত্যা
পুরনো দ্বন্দ্বের জেরে চাঁদপুরে স্কুলছাত্র খুন
মৌলভীবাজার ও চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর