মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িসহ দুই প্রতিবেশীকে হত্যার পর এক যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এরমধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি অপমৃত্যু মামলা। রবিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাথল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। তবে হত্যা মামলায় কাউকে আসামি করা হয়নি। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার ভোররাতে পারিবারিক কলহ নিয়ে নির্মল কর্মকারের সঙ্গে তার স্ত্রী জলি বুনাজির ঝগড়া হয়। এর জের ধরে সে জলিকে কুপিয়ে হত্যা করে। এ সময় জলিকে বাঁচাতে তাঁর মা লক্ষ্মী ও পাশের ঘরের বসন্ত ভৌমিক এবং বসন্তের মেয়ে শিউলী এগিয়ে এলে নির্মল তাদেরও কুপিয়ে হত্যা করে। এ সময় বেঁচে যায় ঘাতকের সৎ মেয়ে চন্দনা। চন্দনা দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশপাশের শ্রমিকরা বাড়ি ঘেরাও করে। এ অবস্থায় নির্মল ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। পাল্লাথল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন জানান, হত্যাকারী নির্মল কর্মকার ছাড়া নিহত সবাই চা বাগানের শ্রমিক। চাঁদপুরে স্কুলছাত্র হত্যার ঘটনায় আটক ৫ : চাঁদপুরের হাজীগঞ্জে দোকানের ভিতর থেকে রবিবার স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তবে দোকানের কর্মচারী ফারুক হোসেন (২৮) ও শাকিল (১৮) পলাতক রয়েছে। নিহত রিয়াদ (১৬) গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। কর্মচারী ফারুক কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। নিহত রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জেনেছি। এ ছাড়া রিয়াদের চাচা শাকিল আমার বোনকে বিয়ের প্রস্তাব দিলে আমরা রাজি হইনি। এ নিয়ে শাকিলের সঙ্গে আমার ছেলের দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রায় দু’মাস আগে শাকিল একটি ঘটনাকে কেন্দ্র করে রিয়াদকে ছুরিকাঘাত করে। তখন থানায় একটি অভিযোগ দিয়েছি। রিয়াদের বাবা ফারুক মিয়া বলেন, আমার চাচাতো ভাই শাকিলের সঙ্গে আমার ছেলের দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে থানায় বসে শালিসের মাধ্যমে একটি স্টাম্প হয়েছে। তারা আমার ছেলেকে হুমকি-ধমকি দিয়েছিল। সপ্তাহখানেক আগে আমার নতুন বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আমার ছেলেকেও খুন করল। শাকিল ও ফারুক পলাতক রয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনসহ ৫জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
পারিবারিক কলহ থেকেই চার হত্যা
পুরনো দ্বন্দ্বের জেরে চাঁদপুরে স্কুলছাত্র খুন
মৌলভীবাজার ও চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর