বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোলায় অতিথি পাখি কমেছে

ভোলা প্রতিনিধি

ভোলায় অতিথি পাখি কমেছে

বিগত দিনগুলোতে শীতের শুরুতেই উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলে আসত ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কলকাকলিতে মুখরিত হয়ে উঠত মেঘনা নদীর বুকে জেগে ওঠা অসংখ্য চর। এখন অধিকাংশ চর ফাঁকা। আগের মতো আর পাখির কলরব নেই। তবে কিছু কিছু চরে পাখির দেখা মিললেও সংখ্যা বিচারে তা আগের চেয়ে অনেক কম। স্থানীয় লোকজন এবং পাখি পর্যবেক্ষকরা বলছেন, শিকারীদের উপদ্রব, খাদ্য সংকটসহ নানা কারণে পাখিরা এখন তাদের শীতকালীন অবকাসস্থল পরিবর্তন করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর