শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইছামতি নদীর ওপর তিন বাঁশের সাঁকোই ভরসা

দিনাজপুর প্রতিনিধি


ইছামতি নদীর ওপর তিন বাঁশের সাঁকোই ভরসা

ইছামতি নদীর ওপর বাঁশের সাঁকো -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের চিরিরবন্দরের দুটি ইউপির মাঝের তিন কিলোমিটার রাস্তায় ইছামতি নদীর ওপর ৩টি বাঁশের তৈরি সাঁকোই ভরসা শত শত মানুষের চিরিরবন্দরের আলোকডিহি ইউপির তারকাশাহার হাট থেকে সাতনালা ইউপির গুচ্ছগ্রাম যেতে এই তিন কিলোমিটার রাস্তায় তিনটি বাঁশের সাঁকো দিয়ে পার হতে দুর্ভোগ পোহাতে হয় নিত্যতিন এই এলাকার মানুষের। তবে রোগীসহ পণ্য পরিবহনে বিকল্প পথে ৪/৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। কৃষ্টহরি বাজার ঈদগাহ মাঠের পাশের বাঁশের সাঁকো দিয়ে শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ পার হয়। এই বাঁশের সাঁকোর পাশেই কৃষ্টহরি বাজার প্রতিদিন বসে। এখানে দক্ষিণ আলোকডিহি উচ্চ বিদ্যালয়, এতিমখানাসহ বিভিন্ন মানুষ চলাচল করে। প্রতিদিন শত শত মানুষ কেনাবেচার জন্য এই হাটে আসে। স্বাধীনতার পঞ্চাশ বছর হলেও এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। হাটের দিন বেশি দুর্ভোগ পোহাতে হয় কৃষকসহ বিভিন্ন কেনাবেচা করা মানুষের। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা। এতে বাজার মূল্য না পাওয়ায় এলাকার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর