শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভিত্তিপ্রস্তর স্থাপনের দেড় বছর পার হলেও শুরু হয়নি নির্মাণ

নওগাঁ প্রতিনিধি

ভিত্তিপ্রস্তর স্থাপনের দেড় বছর পার হলেও শুরু হয়নি নির্মাণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভিত্তিফলক উন্মোচন করা হয়। কিন্তু দেড় বছরেও কাজ শুরু হয়নি। নওগাঁর আত্রাই নদীর শিবগঞ্জ ও কালনা ঘাটে দুটি সেতু। মহাদেবপুরের গুরুত্বপূর্ণ ওই দুটি স্থানে সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে বাঁশের সেতু দিয়ে নদী পারাপার করছেন।

নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, এলজিইডির বাস্তবায়নে ওই দুটি সেতু নির্মাণে সেতুর যে নকশা পাঠানো হয়েছিল তাতে বড় ধরনের ভুল ছিল। সেতুর দূরত্বও বেশি দেখানো হয়েছিল। এসব ভুলভ্রান্তি দূর করে নতুন করে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। নতুন করে পাঠানো প্রকল্পটি ইতিমধ্যে পাস হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মাসে নতুন করে টেন্ডার আহ্বান করা যাবে। দরপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে ঠিকাদার নির্বাচন হলে আগামী অর্থবছরে ওই সেতু নির্মাণ কাজ শুরু হবে।

সর্বশেষ খবর