শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সড়কে কারখানার বর্জ্য পানি, দুর্ভোগ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় সড়কে কারখানার বর্জ্য পানি। ওয়াশিং ও ডাইং কারখানার বিষাক্ত তরলবর্জ্য সড়কে ঢুকছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

শিল্প নগরী টঙ্গীর বিভিন্ন এলাকায় ড্রেন উপচে কারখানার  বিষাক্ত তরল বর্জ্য সড়কে প্রবাহিত হচ্ছে। শুষ্ক মৗসুমে সড়ক দিয়ে হাঁটতে গিয়ে মনে হয় বর্ষা মৌসুম।

এ বিষয়ে টঙ্গীর সিলমুন এলাকার এক বাসিন্দা বলেন, এই এলাকায় ৩০ থেকে ৩৫টি ওয়াশিং কারখানা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, আমরা যেসব কারখানার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া পরিবেশ দূষণরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর