শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর

পঞ্চগড়ে একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বিকালে সদর উপজেলার  চাকলাহাট এলাকায় হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদরাসার  পুকুরে ময়ূরটি দেখতে পান স্থানীয়রা। পাখিটি একনজর দেখার জন্য  কয়েক গ্রামের মানুষ ছুটে আসে। ছুটে আসেন পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা। সন্ধ্যায় ময়ূরটিকে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে এসেছে।  

বনবিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিন ময়ূর উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়ূরটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।

সর্বশেষ খবর