সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘চাঁদা নিলে পোশাক খুলে বাড়ি পাঠিয়ে দেব’

নাটোর প্রতিনিধি

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেছেন, ‘আমার থানায় যদি থানা পুলিশ, হাইওয়ে পুলিশ অথবা ট্রাফিক পুলিশের কোনো সদস্য চাঁদা আদায় করে আর সেটা কেউ প্রমাণ দিতে পারে তাহলে তার পোশাক খুলে বাড়ি পাঠিয়ে দেব।’ এক শ্রমিক নেতার চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি। গতকাল নাটোর-বগুড়া মহাসড়কে থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযানের সময় শ্রমিক নেতারা সড়ক অবরোধের চেষ্টা করলে ওসি সেখানে উপস্থিত হয়ে এসব বলেন। তিনি বলেন, আদালত মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করে দিয়েছে। বিধায় সিংড়ায় থ্রি হুইলার চলবে না। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ইসরাফিল বলেন, গত ছয় দিনে দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। আমরা দুর্ঘটনা রোধের জন্য আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র।

সর্বশেষ খবর