সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাঁশের সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

দিনাজপুর প্রতিনিধি

বাঁশের সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাঁশের সাঁকো -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে ঢেপা নদীর ওপর বাঁশের সাঁকো পার হতে হয়। সাঁকো পারাপারে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে লাখ লাখ লোকের। ঢেপা নদীতে ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি ওই সব গ্রামের বাসিন্দাদের। ব্রিজটি হলে আশপাশের বসবাসরত মানুষের জীবনমান পাল্টে যাবে। শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি।

জানা যায়, কয়েক বছর আগে দিনাজপুরের দশ মাইল থেকে ঢেপা নদীর পূর্বপাশ এবং নদীর পশ্চিম পাশে কাহারোল বাজার পর্যন্ত পাকা রাস্তা হলেও আজও নির্মিত হয়নি ব্রিজ। এতে এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। আর বাঁশের সাঁকোটি পার হতে জনপ্রতি ৫ টাকা নেওয়া হয় বলে জানান স্থানীয়রা। কাহারোলের রামচন্দ্রপুর, সুন্দরপুর, সুন্দরবন, আজিমপুর, রাজরামপুর, তারগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে।

স্থানীয় পরমেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তুহিন বলেন, একা স্কুলে যাওয়ার সময় বাঁশের সাঁকো থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। রামচন্দ্রপুর ইউপির স্থানীয় মেম্বার তারিনী কান্তি রায় জানান, ব্রিজের এলাকায় মাটি পরীক্ষার কাজ চলছে। এবার ব্রিজটি হবে আশা করি।

 

সর্বশেষ খবর