শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাসররাতে ডাকাতের গুলিতে প্রবাসী নিহত

গণপিটুনিতে প্রাণ গেল ২ ডাকাতের

কক্সবাজার প্রতিনিধি

বিয়ের ৪৮ ঘণ্টার মাথায় বাসর রাতেই ডাকাতের গুলিতে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পরদিন জনতার পিটুনিতে মারা গেছে খুন ও ডাকাতিতে জড়িত দুজন। কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের সাপেরগারায় মঙ্গলবার রাত ও বুধবার সকালে এ ঘটনা ঘটে। ডাকাতের গুলিতে নিহত বর নুরুন্নবী ওই এলাকার হাসান শরীফের ছেলে। গণপিটুনিতে গুরুতর আহত তিন ডাকাতের মধ্যে পেকুয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিলখালী ইউনিয়নের উত্তর জোম এলাকার আলমগীরের ছেলে ডাকাত জামাল উদ্দিন (৩৫) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাপেরগারা এলাকার নাজিম উদ্দীনের ছেলে কায়সারের (২৫)। পিটুনিতে গুরুতর আহত নাসির হোসেনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।  জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফিরে নুরুন্নবী ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন। মঙ্গলবার ছিল বাসর রাত। সাজানো হচ্ছিল পালঙ্ক। ওই রাতেই ডাকাতের গুলিতে নিহত হন প্রবাসী বর নুরুন নবী। গুলি ও কোপে আহত হন তার মা হাজেরা খাতুন ও ছোট ভাই মোজাম্মেল (২২)। এ ঘটনার পর গতকাল সকালে এলাকার লোকজন ধাওয়া করে গণপিটুনি দিলে সন্দেহভাজন দুই ডাকাত নিহত ও একজন হন।

সর্বশেষ খবর