সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে গেল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার প্রসাদপুর মোড়ে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হঠাৎপাড়ার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু ও খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম। গোপালগঞ্জ : কাশিয়ানীতে গতকাল বিকালে মোটরসাইকেল-ইঞ্জিনচালিত ভ্যান সংঘর্ষে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। শাহজাহান ভ্যানের যাত্রী ছিলেন। আহতদের কাশিয়ানী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

নীলফামারী : জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ব্রিজের পাড় নামক স্থানে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আল মোমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহত মোমিন বগুলাগাড়ি বারোঘরিয়া পাড়ার আশরাফুল হকের ছেলে।

কুষ্টিয়া : মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রাণাখড়িয়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। তরিকুল উপজেলার নওদা খাদিমপুর গ্রামের রুকমান আলীর ছেলে।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে শনিবার রাতে ট্রাকের ধাক্কায় মারা গেছেন এক বৃদ্ধ। নিহতের নাম শ্যামল কুমার (৫৫)। তিনি চৌমুনহী পৌরসভার গণিপুর এলাকার উতেন্দ্র কুমারের ছেলে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় শনিবার রাতে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয় সবজিবোঝাই একটি পিকআপ। এ সময় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যান গৌতম গাঙ্গুলী (৫০) নামে এক ব্যবসায়ী। তিনি গাজীপুর শ্রীপুরের সুখ রঞ্জন গাঙ্গুলীর ছেলে।

সর্বশেষ খবর