মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

উল্টোপথে এসপির গাড়ি গুনতে হলো জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

উল্টোপথে এসপির গাড়ি গুনতে হলো জরিমানা

উল্টোপথে যাওয়ার কারণে ময়মনসিংহের পুলিশ সুপারের (এসপি) গাড়ি চালককে গুনতে হয়েছে জরিমানা। নগরীর বিদ্যাময়ী স্কুল এলাকায় গতকাল রাত ৯টার দিকে এসপির গাড়ি নিয়ে উল্টোপথে যাওয়ার সময় চালক আবদুল কুদ্দুসকে অর্থদ- দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামানও গাড়িতে অবস্থান করছিলেন। নতুন সড়ক আইনে এসপির নির্দেশেই চালককে জরিমানা করা হয়েছে জানিয়ে সার্জেন্ট সালমান খান রাজন বলেন, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে চালক আবদুল কুদ্দুছকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ সুপার বলেন, ‘রাত ৯টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় থেকে সরকারি গাড়ি চেপে নতুন বাজারের দিকে যাচ্ছিলাম। বিদ্যাময়ী স্কুল পার হওয়ার পর চালক সড়কদ্বীপ ডিঙ্গিয়ে লেন পরিবর্তন করে। সঙ্গে সঙ্গে আমি তরঙ্গ বার্তায় দায়িত্বরত সার্জেন্টকে জরিমানা করার নির্দেশ দেই।’ তিনি বলেন, ‘সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার জন্য আমার গাড়ি চালকও ছাড় পায়নি। উল্টোপথে পুলিশের যানবাহন না চলা নিয়ে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। নতুন সড়কে আইন নিয়ে সরকারের সিদ্ধান্তও কঠোর।’ অপরদিকে মোটরযান আইনে গতকাল ময়মনসিংহ নগরীতে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।

সর্বশেষ খবর