মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিম্নমানের কাজে বাধা প্রকৌশলীকে হুমকি

পাবনা প্রতিনিধি

পাবনায় সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারে বাধা দেওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় পাবনা থানায় জিডি করেছেন নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এলজিইডি পাবনার একটি সূত্র জানায়, ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর জিসিএম-বনওয়ারিনগর জিসিএম সড়ক পুনর্বাসন কাজটি করছেন ঠিকাদার জিন্নাত আলী জিন্নাহ। ওই সড়কের কাজে ২৮/৩০ ট্রাক নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের খোয়া ব্যবহার করতে নিষেধ করায় নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়াকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বাদশা মিয়া জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। ঠিকাদার জিন্নাত আলী জিন্নাহ বলেন, সবই মিথ্যা। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে। পাবনা থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর