বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সচেতনতামূলক প্রচারণার কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন স্যানিটাইজার, সাবান, মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণসহ যানবাহনে স্প্রে করেছে। বেলা ৩টায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শহরের সাতমাথায় জলকামান ব্যবহার করে শহর জীবাণুমুক্ত করার অভিযান উদ্বোধন করেন। শহর ছাড়াও সব উপজেলায় এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে সাবান, হ্যান্ডগ্লাভস ও মাস্ক বিতরণ করেন সংগঠনের সভাপতি আলহাজ শেখ ও সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু। শহরের বনানীতে বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। শহরের পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক হৃদয়, ছাত্রনেতা কাওছার আহম্মেদ জয়। সদর থানার ওসি এস এম বদিউজ্জামান শহরের বিভিন্ন স্থানে পথচারী ও রিকশাচালকদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করেছেন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ কোথাও কোনো জনসমাগমের মতো কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর