মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’

শামীমের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

শরীয়তপুর প্রতিনিধি

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ এই স্লোগান নিয়ে নিজস্ব অর্থায়নে ও বেসরকারি অ্যাম্বুলেন্স ও ডাক্তার দিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি (নড়িয়া-২)। গতকাল সকালে নড়িয়া উপজেলায় এই সেবার উদ্বোধন করেন তিনি। আজ মঙ্গলবার নির্বাচনী এলাকার আরেক উপজেলা সখিপুরে এই সেবা চালু করা হবে।  এনামুল হক শামীম এমপি বলেন, করোনাভাইরাস এবং এই এলাকা লকডাউন করে দেওয়ায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। অনেকেই সাধারণ রোগের চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন। আবার কেউ কেউ যানবহন না থাকায় সেবা কেন্দ্রে আসতে পারছেন না। এ কারণে নড়িয়া-সখিপুরে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ সেবা চালু করা হয়েছে। ডাক্তারদের কাছে ফোন করলেই রোগীর বাড়িতে চলে যাবেন তারা। রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। নড়িয়ার জন্য চিকিৎসক মোবারক হোসেন সুজন ০১৭৮৮৭৩৬১৫১ এবং শওকত আলী ০১৭১৮৩৪৫৭৮৮ ও ০১৯১৭৭৭৭২৬৪।

সর্বশেষ খবর