করোনা ভাইরাসের প্রভাবে কুড়িগ্রামে কমে গেছে সবজির দাম। আশানুরুপ দাম না পেয়ে হতাশা বাড়ছে সবজিচাষীদের। বিক্রি করে জমি থেকে সবজি ওঠানো ও পরিবহন খরচ না ওঠায় অনেক স্থানে খেতেই নষ্ট হচ্ছে সবজি। জানা যায়, জেলায় প্রতিটি লাউ ৪ টাকা এবং বেগুন ও শসা দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিতে। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা করে। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সবজি চাষী ফারুক মিয়া জানান, তিনি অন্যের জমি বর্গা নিয়ে প্রায় তিন বিঘায় লাউ, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। বেগুন আর লাউ খেত থেকে তুলে হাটে নিয়ে গেলে বিক্রি করে খরচই ওঠে না। তাই খেতের ফসল খেতে রাখতে হচ্ছে। একই গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনি ৩০ শতক জমিতে শসা চাষ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এখন পর্যন্ত মাত্র দুই হাজার টাকা বিক্রি করেছেন। বর্তমানে শসার মণ ৬০-৭০ টাকা। তিনি জানান, ভাইরাসের কারণে এলাকায় ক্রেতা আসছে না। নেই বাইরের পাইকারও। কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের ওয়াহেদ আলী জানান, অনেক খরচ করে চরে করলা আবাদ করছিলাম। এখন খুব খারাপ অবস্থা। হাটে দাম নেই। ২০০-২৫০ টাকা মণ দরে করলা বিক্রি করতে হচ্ছে। এতে করলা মাঠ থেকে তোলার খরচই উঠছে না। পৌরবাজার এলাকার পাইকারী সবজি বিক্রেতা মোসলেম উদ্দিন জানান, সব সবজির দাম এখন কম। বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। পাইকারী ব্যবসায়ী শাহজাহান আলী জানান, খুচরা বিক্রেতারা না আসায় সবজির চাহিদা কমে গেছে। মোকামে চাহিদা না থাকায় কৃষক পর্যায়ে সবজির দাম একেবারে পড়ে গেছে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ