করোনা ভাইরাসের প্রভাবে কুড়িগ্রামে কমে গেছে সবজির দাম। আশানুরুপ দাম না পেয়ে হতাশা বাড়ছে সবজিচাষীদের। বিক্রি করে জমি থেকে সবজি ওঠানো ও পরিবহন খরচ না ওঠায় অনেক স্থানে খেতেই নষ্ট হচ্ছে সবজি। জানা যায়, জেলায় প্রতিটি লাউ ৪ টাকা এবং বেগুন ও শসা দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিতে। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা করে। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সবজি চাষী ফারুক মিয়া জানান, তিনি অন্যের জমি বর্গা নিয়ে প্রায় তিন বিঘায় লাউ, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। বেগুন আর লাউ খেত থেকে তুলে হাটে নিয়ে গেলে বিক্রি করে খরচই ওঠে না। তাই খেতের ফসল খেতে রাখতে হচ্ছে। একই গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনি ৩০ শতক জমিতে শসা চাষ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এখন পর্যন্ত মাত্র দুই হাজার টাকা বিক্রি করেছেন। বর্তমানে শসার মণ ৬০-৭০ টাকা। তিনি জানান, ভাইরাসের কারণে এলাকায় ক্রেতা আসছে না। নেই বাইরের পাইকারও। কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের ওয়াহেদ আলী জানান, অনেক খরচ করে চরে করলা আবাদ করছিলাম। এখন খুব খারাপ অবস্থা। হাটে দাম নেই। ২০০-২৫০ টাকা মণ দরে করলা বিক্রি করতে হচ্ছে। এতে করলা মাঠ থেকে তোলার খরচই উঠছে না। পৌরবাজার এলাকার পাইকারী সবজি বিক্রেতা মোসলেম উদ্দিন জানান, সব সবজির দাম এখন কম। বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। পাইকারী ব্যবসায়ী শাহজাহান আলী জানান, খুচরা বিক্রেতারা না আসায় সবজির চাহিদা কমে গেছে। মোকামে চাহিদা না থাকায় কৃষক পর্যায়ে সবজির দাম একেবারে পড়ে গেছে।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
খেতেই নষ্ট হচ্ছে ফসল হতাশ কৃষক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর