করোনা ভাইরাসের প্রভাবে কুড়িগ্রামে কমে গেছে সবজির দাম। আশানুরুপ দাম না পেয়ে হতাশা বাড়ছে সবজিচাষীদের। বিক্রি করে জমি থেকে সবজি ওঠানো ও পরিবহন খরচ না ওঠায় অনেক স্থানে খেতেই নষ্ট হচ্ছে সবজি। জানা যায়, জেলায় প্রতিটি লাউ ৪ টাকা এবং বেগুন ও শসা দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজিতে। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা করে। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সবজি চাষী ফারুক মিয়া জানান, তিনি অন্যের জমি বর্গা নিয়ে প্রায় তিন বিঘায় লাউ, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। বেগুন আর লাউ খেত থেকে তুলে হাটে নিয়ে গেলে বিক্রি করে খরচই ওঠে না। তাই খেতের ফসল খেতে রাখতে হচ্ছে। একই গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনি ৩০ শতক জমিতে শসা চাষ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এখন পর্যন্ত মাত্র দুই হাজার টাকা বিক্রি করেছেন। বর্তমানে শসার মণ ৬০-৭০ টাকা। তিনি জানান, ভাইরাসের কারণে এলাকায় ক্রেতা আসছে না। নেই বাইরের পাইকারও। কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের ওয়াহেদ আলী জানান, অনেক খরচ করে চরে করলা আবাদ করছিলাম। এখন খুব খারাপ অবস্থা। হাটে দাম নেই। ২০০-২৫০ টাকা মণ দরে করলা বিক্রি করতে হচ্ছে। এতে করলা মাঠ থেকে তোলার খরচই উঠছে না। পৌরবাজার এলাকার পাইকারী সবজি বিক্রেতা মোসলেম উদ্দিন জানান, সব সবজির দাম এখন কম। বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। পাইকারী ব্যবসায়ী শাহজাহান আলী জানান, খুচরা বিক্রেতারা না আসায় সবজির চাহিদা কমে গেছে। মোকামে চাহিদা না থাকায় কৃষক পর্যায়ে সবজির দাম একেবারে পড়ে গেছে।
শিরোনাম
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন