বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুই হাজার শ্রমিক পরিবারের পাশে নরসিংদী চেম্বার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দুই হাজার শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে নরসিংদী চেম্বার। করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শ্রমিক অধ্যুষিত এলাকা চৌয়ালা শালিধা ও মাধবদী এসপি ইনস্টিটিউটসহ কিটি স্পটে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেউ যেন অভুক্ত না থাকে সে বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টেক্সটাইল শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ, চেম্বার ডিরেক্টর পরেশ সূত্রধর, কাজিম উদ্দিন, নূরে আলম, চৌয়ালা টেক্সটাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু আলী খানসহ চেম্বারের পরিচালক ও বিভিন্ন টেক্সটাইল মিল মালিকরা। নরসিংদী চেম্বাবের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে মাঠে নেমেছে নরসিংদী চেম্বার। পর্যায়ক্রমে জেলার সব টেক্সটাইল  ও কল-কারখানার শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ খবর