শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৬ দিনেও বিচ্ছিন্ন পা উদ্ধার হয়নি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংঘর্ষের ছয়দিন পেরিয়ে গেলেও মোবারক মিয়ার (৪৫) বিচ্ছিন্ন পা উদ্ধার করতে পারেনি পুলিশ। পায়ের ওই অংশ ছাড়াই দাফন করা হয়েছে লাশ। গতকাল ভোররাতে জানাজা শেষে নবীনগরের কৃষ্ণনগরে হাজিরহাটি গ্রামে দাফনকার্য সম্পন্ন হয়। ১২ এপ্রিল দাঙ্গাবাজরা মোবারকের বাম পা গোড়ালির ওপরের অংশ থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে। এরপর কাটা পা হাতে নিয়ে আনন্দ মিছিল করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে মারা যান মোবারক। এরপর মরদেহে করোনা সংক্রমণ আছে কিনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে রাতে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

 সংঘর্ষের সময় মোবারকের ডান পা-ও কুপিয়ে আলাদা করার চেষ্টা হয়। তার দুই হাত এবং পিঠেও কয়েকটি কোপের চিহ্ন আছে বলে জানিয়েছে পরিবার। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোবারকের পরিবার এখনো মামলা দেয়নি। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর