বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাখির কলতানে মুখর পুলিশ লাইনস জলাশয়

কুষ্টিয়া প্রতিনিধি

পাখির কলতানে মুখর পুলিশ লাইনস জলাশয়

কুষ্টিয়া পুলিশ লাইনস জলাশয় পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। পাখির কলতানে মুখর আশপাশের এলাকা। সারাদিন এখানে জলকেলিতে ব্যস্ত থাকে শত শত পাতি সরালি, বক, পানকৌড়ি, মাছরাঙাসহ নানা জাতের পাখি। জানা যায়, কুষ্টিয়া শহরের বড় বড় জলাশয়গুলোর বেশির ভাগ ভরাট হয়েছে গত ১০ বছরে। হাতেগোনা যে কয়েটি জলাশয় রয়েছে তার মধ্যে পুলিশ লাইনসের জলাশয় অন্যতম। করোনা পরিস্থিতি শুরু হতেই জলাশয়ে দেখা মিলে নানা জাতের পাখির। দিন দিন বাড়তে শুরু করে এর সংখ্যা। পাখি নিয়ে যারা কাজ করেন তারা বলছেন শহরের মধ্যে কোনো জলাশয়ে এমন দৃশ্য গত ৩০ বছরে দেখা যায়নি। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নিরাপত্তা নিয়ে কোনো ভাবনা নেই পাখিগুলোর। সারাদিন জলাশয়ের পুকুরে কখনো সাঁতার কাটছে, কখনো ঝাঁক বেঁধে উড়ছে। সারাদিন পুকুরে পানিতে সময় কাটে তাদের। সন্ধ্যায় উড়ে যায় খাদ্যের খোঁজে। সারা রাত বাইরে থেকে আবার আসে জলাশয়ে। আশপাশের ঝোপঝাঁড়ে বসছে তারা। এসব পাখি সুরক্ষায় সব উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার।

 করোনা থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এসআই সোহেল। তিনি বলেন, পুলিশ সুপার পাখি রক্ষায় যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার। কারণ পাখি ও প্রকৃতি আমাদের পরম বন্ধু। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, আমার কার্যালয়ের ঠিক পেছনের জলাশয়ে পাখি আবাস গেড়েছে। পাখি রক্ষায় নানা উদ্যোগও নেওয়া হয়েছে। জলাশয়ের আশপাশে মানুষের চলাচল বন্ধ করা হয়েছে। আমরাও তাদের দেখাশোনা করছি।

সর্বশেষ খবর