বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

দুর্বৃত্তের আগুনে পুড়ল ৭ ঘর ১৪ খড়ের গাদা

গাইবান্ধা প্রতিনিধি

দুর্বৃত্তের আগুনে পুড়ল ৭ ঘর ১৪ খড়ের গাদা

যশোরেরর শার্শায় পুড়ে যাওয়া বসতঘর

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফআল গ্রামে সোমবার দিবাগত রাতে ১৪টি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১৪টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। একটি খড়ের গাদার আগুন থেকে পুড়ে গেছে চারটি পরিবারের সাতটি ঘর। অন্যদিকে ওই রাতেই সাদুল্যাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় একটি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে যায়। সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, তরফকামাল গ্রামের অগ্নিকান্ডের বিষয়টি শুনেছি। ইউপি চেয়ারম্যান কিংবা ক্ষতিগ্রস্তরা কেউ থানায় অভিযোগ দেননি। চাঁদা না পেয়ে বাড়িতে আগুন : বেনাপোল প্রতিনিধি জানান, যশোরের শার্শায় চাঁদা না পেয়ে মিজানুর নামে এক ব্যক্তির বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শার্শা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মিজানুর জানান, তিনি সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা। ৭-৮ বছর ধরে শার্শার কাঠুরিয়া গ্রামে জমি লিজ নিয়ে কুল চাষের পাশাপাশি সেখানে বসবাস করে আসছেন। বিভিন্ন সময়ে স্থানীয় কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা কয়েকবার আমার বাগানের কুল গাছ কাটাসহ ক্ষতি করেছে। সবশেষ সোমবার আমার বসতবাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। তখন বাড়িতে কেউ ছিল না।

সর্বশেষ খবর