গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে বনের ১৮ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার জমির মূল্য ৭২ লাখ টাকা। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফীনের নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্যামল কুমার ঘোষ, মাসুদ রানাসহ জয়দেবপুর থানা পুলিশ ও ভাওয়াল রেঞ্জের স্টাফরা উপস্থিত ছিলেন।