শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘটনাস্থলে না থেকেও হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হত্যাকান্ডে  অংশ না নিয়েও হত্যা মামলার আসামি হয়েছেন বরিশালের মাদক নিরাময় কেন্দ্র ‘ড্রিম লাইফ’-এর পরিচালক নাজমুল হাসান বাপ্পী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এক নম্বর আসামি করা হয়েছে বাপ্পীকে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান মুকুল বলেন, বাদীর দেওয়া অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে। অধিকতর তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

নগরীর রূপাতলী রেডিও স্টেশন এলাকার বাসিন্দা সুমন খান (৩৫) মাদকাসক্ত হওয়ায় তাকে তার পরিবার চিকিৎসার জন্য ৬ মাস আগে স্থানীয় ‘ড্রিম লাইফ’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য দেয়। দীর্ঘদিনের চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় সুমন খান গত বুধবার সকালে বাড়ি ফিরে যান। বাড়ি ফিরেই টাকার জন্য মা এবং ছোট ভাইকে উত্ত্যক্ত করেন তিনি। পরিবার থেকে এ খবর মাদক নিরাময় কেন্দ্রে জানানোর পর ওই দিন সন্ধ্যায় ড্রিম লাইফের চারজন কর্মী সুমনকে ধরে নিতে তাদের বাসায় যান। এ সময় সুমনের সঙ্গে নিরাময় কেন্দ্রের চার সদস্যের ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতেই নিহতের ভাই নোমান খান বাদী হয়ে নাজমুল হাসান বাপ্পীসহ আটক পাঁচজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সময় বাপ্পী সেখানে উপস্থিত না থাকলেও এজাহারে তাকে এক নম্বর আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর