শিরোনাম
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

করোনাকালীন পরিস্থিতিতে পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও পটুয়াখালী প্রেস ক্লাবের সহযোগিতায় গতকাল প্রেস ক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। পটুয়াখালী প্রেস ক্লাবের ৩৫ জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে এ চেক তুলে দেন। -পটুয়াখালী প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ফার্মেসি ব্যবসায়ী নিহত

কেন্দুয়া উপজেলায় হ্যান্ডট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে লিটন চন্দ্র দে (৩৮) নামের এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোমেন মিয়া নামের আরেক ব্যবসায়ী।

গতকাল দুপুরে উপজেলার আশুজিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন চন্দ্র দে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পাকা ঘাট এলাকার রতন চন্দ্র দের ছেলে। -নেত্রকোনা প্রতিনিধি

মাদকবিরোধী পদযাত্রা

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা মাদক প্রতিরোধ কমিটি গতকাল এ পদযাত্রার আয়োজন করে। পাকুন্দিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে ভোর সাড়ে ৪টায় শুরু হয়ে ১৫ কিলোমিটার হেঁটে সকাল পৌনে ৮টায় কিশোরগঞ্জ সদরের নগুয়া বাসস্ট্যান্ডে গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জে পৌঁছলে জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি ও কুয়েত প্রবাসী শরীফ হোসেন তাদের অভ্যর্থনা জানান। পদযাত্রায় অংশ নেন শহিদুল আলম মানিক, সবুজ মিয়া, অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া ও মাজহারুল ইসলাম তাকরিম।

-কিশোরগঞ্জ প্রতিনিধি 

দাউদকান্দি উপজেলা নির্বাচন বশিরের পক্ষে মতবিনিময়

কুমিল্লার দাউদকান্দির উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজীর সমর্থনে গতকাল দাউদকান্দি পৌর সদরে মতবিনিময় সভা হয়। দাউদকান্দি পৌর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মুক্তার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, হামদর্দ বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান।

-দাউদকান্দি প্রতিনিধি

শপথ গ্রহণ

বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার কার্য নির্বাহী পরিষদের শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের গ্রান্ড হল রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শামীম আজাদ। শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি মো. সাদেকুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন- রফিকুল ইসলাম, কামাল হোসেন, রুহুল আমীন, সিরাজুল ইসলাম, হামিদ হাওলাদার, মোক্তার ইসলাম, সুজন দাস, আলকাস মাতবর, ইমরান হোসেন প্রমুখ।

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর