শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শিকলবন্দী ২০ বছর

ঠাকুরগাঁও প্রতিনিধি

শিকলবন্দী ২০ বছর

শিকলবন্দী মুক্তারুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মানসিক প্রতিবন্ধী মুক্তারুল ইসলাম (৪০)। প্রায় ২০ বছর ধরে শিকলবন্দী জীবনযাপন করছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।

জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভবানীপুর সল্লাপাড়া গ্রামের মুক্তারুল ২০ বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারান। এরপর থেকে বিনা কারণে স্থানীয়দের সঙ্গে ঝগড়া বিবাদে জড়ালে পরিবারের সদস্যরা তাকে গাছের সঙ্গে শিকলে বেঁধে রাখেন। মুক্তারুলের স্ত্রী নাসেরা জানান, দিনমজুরের কাজ করে যা রোজগার হয় তা দিয়ে কোনোমতে সংসার চলে। ছেলেটাকে কষ্ট করে হলেও পড়ালেখা করাচ্ছি। স্বামীর চিকিৎসা করানোর মতো টাকা নেই। পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মুক্তারুল দীর্ঘদিন ধরে শিকলবন্দী। চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা সম্ভব। এর জন্য অনেক টাকা দরকার। তার পরিবারের চিকিৎসা করানোর সামর্থ্য নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর