শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাকে সিলিন্ডার রেখে গ্যাস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের জনবহুল মালগুদাম এলাকায় ট্রাকে সিলিন্ডার রেখে পাইপ দিয়ে বিভিন্ন যানবাহনে সিএনজি বিক্রি চলছে। উন্মুক্ত জায়গায় ঝুঁকিপূর্ণভাবে পাইপের মাধ্যমে গ্যাস কেনাবেচা করায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শহরবাসী। গ্যাস বিক্রি বন্ধের জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মালগুদাম এলাকার ব্যবসায়ীরা। অভিযোগে জানা গেছে, আদমদীঘি উপজেলা শহরের বশিপুর মহল্লার মিজানুর রহমান নামের এক ব্যক্তি গভীর রাতে ট্রাকে সিলিন্ডার রেখে বিভিন্ন যানবাহনে অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। বগুড়ার সিএনজি স্টেশন থেকে ট্রাকে করে গ্যাস সিলিন্ডার আনা হয়। একটি ট্রাকে বড় আকারের ২০ থেকে ৩০টি সিলিন্ডার থাকে। গ্যাস বিক্রেতা মিজানুর রহমান জানান, বগুড়া থেকে গ্যাস নিয়ে আসতে ঝামেলা হয় তাই স্বল্প পরিসরে গ্যাস এনে যানবাহন মালিকদের সহযোগিতা করছেন। বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ বিন রশিদ জানান, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর