মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

পাবনা প্রতিনিধি

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপনির্বাচনের প্রচার নিয়ে গতকাল বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। অন্যদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নেতাদের উপস্থিতিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছুরি নিয়ে প্রতিপক্ষকে আঘাত করা হয়। আহতরা হলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণসম্পাদক রানা মিয়াসহ পাঁচজন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই জেলা বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে দুই ভাগে বিভক্ত হয়ে আছে। বিভক্তি নিরসনের জন্য জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। হাবিবুর রহমান আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ফলে বিষয়টি মেনে নিতে পারেননি জেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জেলা বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এর মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে হাবিবুর রহমানকে বিএনপি মনোনীত প্রার্থী করা হয়েছে।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী হাবিবুর রহমানের বিপক্ষে থাকা নেতা-কর্মীরাও তার পক্ষে কাজ শুরু করেন।

সর্বশেষ খবর