শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজে অভিযান

নাটোর প্রতিনিধি

আলুর দাম নিয়ন্ত্রণে এবার নাটোরে কোল্ড স্টোরেজে পরিচালিত হলো ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক স্টোর কোল্ডস্টোরেজ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন অসঙ্গতি দেখে শোকজ নোটিস দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, আলুর বাজার পরিস্থিতি ও মজুদ পরিদর্শনের লক্ষ্যে শুক্রবার সিংড়ায় এফএনএ কোল্ড স্টোরেজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কিছু অসঙ্গতি পাওয়া যায়। কোল্ড স্টোরেজটিতে দুই হাজার ৬৫০ টন আলু মজুদ আছে। যে সব ব্যবসায়ী এখানে আলু মজুদ রেখেছেন তাদের অনেকেরই পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। কোল্ড স্টোরেজের জেনারেল ম্যানেজারকে আগামী এক সপ্তাহের মধ্যে মজুদের সিংহভাগ বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অসঙ্গত আমলে নিয়ে আলুর কৃত্রিম সংকট তৈরির অপরাধে জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জে দুই বিক্রেতার জরিমানা : কিশোরগঞ্জের কটিয়াদীতে কেজিপ্রতি ৫০ টাকা দরে আলু বিক্রি করায় দুজনকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। এ সময় খুচরা ৩০ টাকা ও পাইকারি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দেন তিনি।

সর্বশেষ খবর