কমিটির মেয়াদ শেষ হতে চললেও শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক দিয়েই চলছে কুষ্টিয়া জেলা যুবলীগ। এতে নেতা-কর্মীর মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি সাংগঠনিক কাজেও দেখা দিয়েছে স্থবিরতা আর বিশৃঙ্খলা। জানা যায়, ২০১৩ সালের ২০ এপ্রিল পুরনো কমিটি ভেঙে কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়ম থাকলেও আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবলীগ চলে টানা চার বছর। ২০১৭ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ঢাকায় ফিরে যান। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জানিয়েছিলেন দ্রুত জেলা কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও সেই ঘোষণা আর আসেনি। জেলা যুবলীগের এক নেতা জানান, ২০১৭ সালে মোটা অংকের টাকার মাধ্যমে যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে তুষ্ট করে রবিউল ইসলাম ও জিয়াউল আলম স্বপন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। আগামী ৩১ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এখনো কমিটিতে জায়গা না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দুষছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। অন্যদিনে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কোনো শৃঙ্খলা নেই। অভিযোগ আছে, সভাপতি ও সাধারণ সম্পাদক তিন বছর ধরে সংগঠনের কথা না ভেবে আখের গুছিয়ে চলেছেন। তারা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত। এ সব কারণে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যুবলীগ নেতা সালেহীন সেলিম বিশ্বাস বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠন গতিহীন হয়ে পড়েছে। অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কমিটির মেয়াদ শেষ হতে চললেও একটি বর্ধিত সভা পর্যন্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, জেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলাগুলোতেও তেমন সাংগঠনিক কার্যক্রম নেই। কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘আমরা সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছিলাম। যুবলীগের তৎকালীন চেয়ারম্যান কমিটি পাসের বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি কমিটি পাস করেননি।’
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
দুই নেতার কমিটি দিয়ে চলছে কুষ্টিয়া যুবলীগ
সাংগঠনিক কাজে স্থবিরতা
জহুরুল ইসলাম, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর