কমিটির মেয়াদ শেষ হতে চললেও শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক দিয়েই চলছে কুষ্টিয়া জেলা যুবলীগ। এতে নেতা-কর্মীর মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি সাংগঠনিক কাজেও দেখা দিয়েছে স্থবিরতা আর বিশৃঙ্খলা। জানা যায়, ২০১৩ সালের ২০ এপ্রিল পুরনো কমিটি ভেঙে কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়ম থাকলেও আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবলীগ চলে টানা চার বছর। ২০১৭ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ঢাকায় ফিরে যান। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জানিয়েছিলেন দ্রুত জেলা কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও সেই ঘোষণা আর আসেনি। জেলা যুবলীগের এক নেতা জানান, ২০১৭ সালে মোটা অংকের টাকার মাধ্যমে যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে তুষ্ট করে রবিউল ইসলাম ও জিয়াউল আলম স্বপন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। আগামী ৩১ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এখনো কমিটিতে জায়গা না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দুষছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। অন্যদিনে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কোনো শৃঙ্খলা নেই। অভিযোগ আছে, সভাপতি ও সাধারণ সম্পাদক তিন বছর ধরে সংগঠনের কথা না ভেবে আখের গুছিয়ে চলেছেন। তারা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত। এ সব কারণে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যুবলীগ নেতা সালেহীন সেলিম বিশ্বাস বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠন গতিহীন হয়ে পড়েছে। অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কমিটির মেয়াদ শেষ হতে চললেও একটি বর্ধিত সভা পর্যন্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, জেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলাগুলোতেও তেমন সাংগঠনিক কার্যক্রম নেই। কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘আমরা সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছিলাম। যুবলীগের তৎকালীন চেয়ারম্যান কমিটি পাসের বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি কমিটি পাস করেননি।’
শিরোনাম
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
দুই নেতার কমিটি দিয়ে চলছে কুষ্টিয়া যুবলীগ
সাংগঠনিক কাজে স্থবিরতা
জহুরুল ইসলাম, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর