কমিটির মেয়াদ শেষ হতে চললেও শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক দিয়েই চলছে কুষ্টিয়া জেলা যুবলীগ। এতে নেতা-কর্মীর মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি সাংগঠনিক কাজেও দেখা দিয়েছে স্থবিরতা আর বিশৃঙ্খলা। জানা যায়, ২০১৩ সালের ২০ এপ্রিল পুরনো কমিটি ভেঙে কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়ম থাকলেও আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবলীগ চলে টানা চার বছর। ২০১৭ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ঢাকায় ফিরে যান। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জানিয়েছিলেন দ্রুত জেলা কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও সেই ঘোষণা আর আসেনি। জেলা যুবলীগের এক নেতা জানান, ২০১৭ সালে মোটা অংকের টাকার মাধ্যমে যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে তুষ্ট করে রবিউল ইসলাম ও জিয়াউল আলম স্বপন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। আগামী ৩১ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এখনো কমিটিতে জায়গা না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দুষছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। অন্যদিনে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কোনো শৃঙ্খলা নেই। অভিযোগ আছে, সভাপতি ও সাধারণ সম্পাদক তিন বছর ধরে সংগঠনের কথা না ভেবে আখের গুছিয়ে চলেছেন। তারা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত। এ সব কারণে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যুবলীগ নেতা সালেহীন সেলিম বিশ্বাস বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠন গতিহীন হয়ে পড়েছে। অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, কমিটির মেয়াদ শেষ হতে চললেও একটি বর্ধিত সভা পর্যন্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, জেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলাগুলোতেও তেমন সাংগঠনিক কার্যক্রম নেই। কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘আমরা সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছিলাম। যুবলীগের তৎকালীন চেয়ারম্যান কমিটি পাসের বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি কমিটি পাস করেননি।’
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
দুই নেতার কমিটি দিয়ে চলছে কুষ্টিয়া যুবলীগ
সাংগঠনিক কাজে স্থবিরতা
জহুরুল ইসলাম, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর