শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জমে উঠেছে বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণের আর মাত্র ছয় দিন বাকি। শেষ সময়ে জমে উঠেছে সিলেটের বিশ্নাথ উপজেলার দশ্ঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা। দীর্ঘ ১৭ বছরে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। প্রার্থীদের নির্বাচনী মিছিল-মিটিংয়ে সরগরম গ্রামীণ এ জনপদ। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে হাটবাজার, পাড়া-মহল্লার অলি-গলি। প্রতীক পেয়ে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন ৬৬ প্রার্থী।  সীমানা-সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাচন স্থগিত ছিল দশ্ঘর ইউনিয়নের। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জবেদুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত আবদুুল মান্নান লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) সমছু মিয়া লয়লুছ ঘোড়া প্রতীক ও (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আবুল হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিষদের সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৪৯ জন ও ৩ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন লড়ছেন। উল্লেখ্য, দশ্ঘর ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ১১৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২০৯ ও নারী ভোটার ৬ হাজার ৯০৯ জন। আগামী ২৯ অক্টোবর ১০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর