সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শালিসে জরিমানা শ্রীপুরে যুবকের আত্মহনন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

দশ বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল মো. হাবীব রানা নামে এক যুবকের বিরুদ্ধে। উত্ত্যক্তের শিকার  মেয়েটির অভিভাবকদের থানায় যেতে না দিয়ে রাতে শালিস বসিয়েছিল গ্রামের মাতব্বররা। শালিসে ‘অপরাধী’ সাব্যস্ত করে হাবীব রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে একদিনের মধ্যে ভাড়া বাসা ছেড়ে দেওয়ারও আদেশ দেন মাতব্বররা। কিন্তু জরিমানার টাকা জোগাড় করতে না পেরে সকালেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাবীব রানা। গতকাল রবিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। হাবীব রানা (২৪) বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে পাশে হ্যামস ফ্যাশন কারখানায় চাকরি করতেন তিনি।

সর্বশেষ খবর