রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ভাঙচুর গুলি, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা সদরের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন। গতকাল সকালে মামুন ও নজির হালদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় ককটেল, বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গ্রুপের লোকজন অর্ধশতাধিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের মধ্যে একজনকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নজির হাওলাদার জানান, শুক্রবার বিকালে তারা একটি সভা করেন। এতে যারা অংশ নেন তাদের ওপর ক্ষুব্ধ হন মামুন হালদারের লোকজন। তারা বোমা, ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় নূরানী কোল্ড স্টোরেজের সামনে অতর্কিত হামলা চালায়। অপরদিকে মামুন হালদার দাবি করেন, শুক্রবার বিকালে তারা আগামী ইউপি নির্বাচনের বিষয়ে সভা করেন। সভায় এলাকার কিছু লোক অংশ নেন। এতে নজির ও আহম্মদ হালদারের লোকজন তাদের ওপর ক্ষুব্ধ হন। শনিবার সকালে নূরানী কোল্ড স্টোরের সামনে দোকানে আমাদের কিছু লোক চা খেতে যান। তখন নজির হালদারের সমর্থক শাহজালাল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে- এমন গুজব ছড়ালে নজিরের লোকজন ও পাশের ইউনিয়ন মোল্লাকান্দির বাসিন্দারা দেশীয় অস্ত্র ও বোমা-ককটেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। সদর থানার ওসি আনিছুর রহমান জানান, গতকাল দুপুরে সংঘর্ষের খবর পেয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর