রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বীরবিক্রমের কবর যাচ্ছে স্বগ্রামে

তার দাফন হয়েছিল রাউজানে

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘বীরবিক্রম’ খেতাবপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বীর মুক্তিযোদ্ধা পুলিশের কনস্টেবল শহীদ আবদুল মান্নানের কবর অবশেষে চট্টগ্রাম থেকে তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগ্রামে স্থানান্তরের অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়। জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ৭ অক্টোবর পাকিস্তানি বাহিনীর এক বর্বরোচিত হামলায় অকুতোভয় সৈনিক পুলিশ কনস্টেবল আবদুল মান্নান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল গ্রামে যুদ্ধরত অবস্থায় শাহাদাতবরণ করেন। এরপর সেখানেই এক গহিন অরণ্যে তাঁকে দাফন করা হয়। দেশ স্বাধীনের পর মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতস্বরূপ তিনি ‘বীরবিক্রম’ খেতাব লাভ করেন। এরপর গত ৫০ বছরেও তাঁর কবর চট্টগ্রামের রাউজান থেকে নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগ্রামে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কারও পক্ষ থেকে নেওয়া হয়নি।

সর্বশেষ খবর