বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পঞ্চগড়ে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা

পঞ্চগড় প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে বিনা খরচে চিকিৎসাসেবা দিচ্ছে পঞ্চগড়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত জানুয়ারিতে এ সেবা চালু করা হয়। জেলায় এখন পর্যন্ত ৩০-৪০ হাজার অসহায় মানুষ এই চিকিৎসাসেবা পেয়েছেন। ‘ডাক্তার এসেছে বাড়িতে চিকিৎসা নেব ফ্রিতে’ এই প্রতিপাদ্য নিয়ে মানবতার জানালা শিরোনামে প্রকল্পটি চালু করেছে। করোনা সংকটের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগঠন সূত্রে জানা যায়, নিজস্ব অর্থায়নে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন গ্রামে গিয়ে পূর্ব নির্ধারিত স্থানে চিকিৎসা ক্যাম্প খোলেন কর্মীরা। পরে আশপাশের বাড়িতে বাড়িতে খবর দেওয়া হয়। মাইকিং করে আগের দিন গ্রামে ক্যাম্পেইনের কথা প্রচার করা হয়। রোগী এলে তাদের কথা শুনে এবং  বিনামূল্যে সেবা দেন চিকিৎসক। গুরুতর অসুস্থদের চিকিৎসার নানা পরামর্শও দেওয়া হয়। একজন আয়ুর্বেদিক এবং একজন অ্যালোপেথি চিকিৎসক রোগী দেখেন। সদর উপজেলার ছোট কামাত এলাকার রহিমা বেগম বলেন, চা বাগানে কাজ করি। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিলাম না। হঠাৎ শুনি আমার আঙিনায় ডাক্তার এসেছে। উনারা বিনা খরচে চিকিৎসা দিয়েছে।

এখন ভালো আছি। দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালাল জানান, প্রান্তিক জনগোষ্ঠীর শারীরিক নানা সমস্যার কথা চিন্তা করে এই র্কমসূচি চালু করা হয়েছে। প্রতিদিন কমপক্ষে ১৫০ জন দরিদ্র মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। এদিকে মুজিববর্ষ উপলক্ষে সদর উপজেলার মোলানিপাড়ায় প্রতিবন্ধীদের জন্য একটি সেবা কেন্দ্র চালু করেছে দারিদ্র্য কল্যাণ সংস্থা।

সর্বশেষ খবর