রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দিনাজপুরের বড়ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণকে কেন্দ্র করে শান্ত দেশকে অশান্ত করে তারা স্বাধীনতাবিরোধী। যে বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা দিয়েছেন।

তাকে আগামী প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভাস্কর্য স্থাপন খুবই প্রয়োজন। অপশক্তি ও মৌলবাদীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা চাই প্রতিটি জেলায় একটি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর