মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভোটের মাঠে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

আবদুর রহমান টুলু, বগুড়া

ভোটের মাঠে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

বগুড়ার ভোটের মাঠে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ফের সরগরম।  জেলার ৯ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী ছুটছেন নিজ নিজ এলাকায়। তারা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। তারা পৌরসভায় দলীয় প্রার্র্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এসব নেতার প্রচারণা শোভা পাচ্ছে শহরের  বিভিন্ন স্থানে। এসব নেতার শুভেচ্ছা পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে জেলা ও উপজেলার সর্বত্র। অনেকেই আবার দলীয়ভাবে ইঙ্গিত পেয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ শুরু করেছেন। অনেককে  সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘোষণা দিয়ে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বগুড়ার ৯ পৌরসভার মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- বগুড়া সদর, শেরপুর, সারিয়াকান্দি, গাবতলী, সান্তাহার, কাহালু, ধুনট, নন্দীগ্রাম ও শিবগঞ্জ। প্রথম ধাপ নির্বাচনে বগুড়ার কোনো পৌরসভা নেই। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি বগুড়া জেলার সান্তাহার, শেরপুর ও সারিয়াকান্দি পৌরসভার ভোট গ্রহণের দিনক্ষণ হয়েছে। বাকি ৬টি পৌরসভায় পর্যায়ক্রমে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। এদিকে বগুড়া জেলায় আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি বিভিন্ন দল থেকেও পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হতে উঠেপড়ে লেগেছেন। মেয়র প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে কাউন্সিলর প্রার্থীগণ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রচার-প্রচারণা করে নিজের পক্ষে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চাইছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি এবার কিছু স্বতন্ত্র প্রার্থীও প্রচারণার মাঠে দেখা যাচ্ছে। থাকতে পারে বিদ্রোহী প্রার্থীও। চলতি ডিসেম্বর মাসে নির্বাচন কেন্দ্র করে নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। তবে অন্যান্য দলের চাইতে ক্ষমতাসীন দলের নৌকা পেতে অনেকেই মাঠে নেমেছেন। বিএনপি প্রার্থীরা চেয়ে আছে কেন্দ্রের দিকে। জানা যায়, বগুড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি। বগুড়া সদর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় ৪ বছর আগে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ। জেলা বিএনপি থেকে রেজাউল করিম বাদশাকে দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। এ ছাড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারও দলীয় মনোনয়ন চেয়েছেন। তিনি বিভিন্নস্থানে সভা সেমিনার করে ভোটও প্রার্থনা করছেন। শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক এবারও একক প্রার্থী হয়েছেন। আর বিএনপি থেকে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও কৃষকদল নেতা আবদুল গাফ্ফারও দলীয় প্রার্থী হতে গণসংযোগ করছেন। নন্দীগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আওয়ামী লীগ থেকে বর্তমান প্যানেল মেয়র আনিসুর রহমান, যুবলীগ নেতা মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের কামরুল হাসান সবুজ মাঠে নেমেছেন। বিএনপি থেকে সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির আহসান বিপ্লব রহিম দলীয় মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে পৌর মেয়র আলহাজ আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, বিএনপি থেকে সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু প্রার্থী হচ্ছেন। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআই নুরুন্নবী তারিক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, শরীফুল ইসলাম খান, বিএনপি থেকে সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল ও আরিফ খান। সান্তাহার পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান, শ্রমিকদল নেতা ফরিদ আহমেদ।

 আওয়ামী লীগ থেকে রাশেদুল ইসলাম রাজা, আওয়ামী লীগ নেতা এসএম জাহেদুল বারি, সান্তাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, জাতীয় পার্টি থেকে ফেরদৌস হাসান সুমন। গাবতলীতে বিএনপি থেকে বর্তমান মেয়র সাইফুল ইসলাম একক প্রার্থী এবং আওয়ামী লীগ থেকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক শিলু ও আওয়ামী লীগ নেতা আজিজার রহমানের নাম শোনা যাচ্ছে। কাহালু পৌরসভা নির্বাচনে পর পর দুই বার নির্বাচিত মেয়র আলহাজ হেলাল উদ্দীন কবিরাজ আওয়ামী লীগ থেকে আবারও প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে। বিএনপি থেকে সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা আলহাজ আবদুল মান্নান (ভাটা মান্নান) ও আবদুল মান্নান (২) এর নাম শোনা যাচ্ছে। সারিয়াকান্দি পৌরসভায় বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রশিদ ফারাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম রাজু দলীয় মনোনয়নপ্রত্যাশী। বিএনপির ধানের শীষ পেতে মাঠে নেমেছেন পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম হীরা, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল, মাহবুবুর রহমান রুস্তম, সাবিনা ইয়াছমিন বেবী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর