বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হাতিয়ায় ট্রলারডুবি : এখনো নিখোঁজ ৮, চলছে মাতম

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় ট্রলারডুবি : এখনো নিখোঁজ ৮, চলছে মাতম

ট্রলার ডুবিতে নিখোঁজদের স্বজনের আহাজারি

বধূ বেশে বাসর সাজানো ঘরে বর শরিফের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন বুননের নানা কথা বলার ছিল নববধূ তাছলিমার। বুধবার সকালে সরেজমিন নববধূর বাড়িতে গেলে দেখা যায় স্বজনসহ শত শত মানুষের ভিড়। চলছে মাতম। নববধূসহ স্বজনদের হারিয়ে স্বামী শরিফও অজ্ঞান পড়ে আছেন শ্বশুরবাড়িতে। গত মঙ্গলবার মেঘনা নদীপথে মনপুরার ঢালচরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন নববধূ। মাঝনদীতে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে মেহেদি ধুয়ে যায় মেঘনায়। বাবা-মায়ের আনন্দ পরিণত হয় বেদনার অশ্রুতে। একমাত্র মেয়েকে হারিয়ে হতবাক বাবা-মা। মঙ্গলবার দুপুরে হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবিতে নববধূ তাছলিমা, তার দাদি, চাচিসহ প্রাণ হারায় সাতজন। দুপুর দেড়টার দিকে স্থানীয় আয়েশা আলী ঘাট থেকে নববধূ, বরসহ ৬০-৬৫ জনের বরযাত্রী ট্রলারটি নদীপথে যাচ্ছিল ভোলার মনপুরার ঢালচরে। নলের চরের আয়েশা ঘাট থেকে মাত্র দুই কিলোমিটার যাওয়ার পরই বিকাল তিনটার দিকে জোয়ারের তোড়ে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরিয়ে কূলে আশ্রয় নিলেও নববধূ, তিন শিশু ও তিন নারী প্রাণ হারায়। সাত শিশু ও এক নারীসহ এখনো নিখোঁজ রয়েছে ৮জন। হাতিয়া নৌ-পুলিশ কর্মকর্তা একরাম উল্যাহ জানান, নতুন করে আর কেউ উদ্ধার হয়নি। আগামীকাল থেকে আবার উদ্ধার অভিযান চলবে।

সর্বশেষ খবর