রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

নওগাঁ প্রতিনিধি

মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

নওগাঁর পোরশা উপজেলার বিস্তৃত মাঠজুড়ে সরিষার খেত। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর হলুদের ছড়াছড়ি। এর মাঝে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা এসে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের পুনর্ভবা নদীতীরের দৃশ্য চোখে পড়ার মতো। মৌচাষিরা তাদের চাষের মৌমাছি দিয়ে ঝাঁকে ঝাঁকে মধু সঞ্চয় করছেন। এলাকাবাসী ও চাষিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে মধু সংগ্রহ করে আসছেন। নেদারল্যান্ডস থেকে তারা কিছু মৌমাছি এনেছেন। পরবর্তীতে সেগুলো একটি বাক্সের মধ্যে রেখে রানী মৌমাছির মাধ্যমে বংশবিস্তার করাচ্ছেন। আর এসব মৌমাছি দিয়েই সংগ্রহ করছেন মধু। এভাবে বছরে চার মাস সরিষা, কালিজিরা, ধনিয়া ও লিচু থেকে মধু সংগ্রহ করেন তারা। পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, এ বছর উপজেলায় তিনটি দল প্রায় সাড়ে ৭০০ মৌ বাক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ শুরু করেছেন। এর মাধ্যমে দেড় থেকে দুই টন মধু সংগ্রহ করা যাবে।

সর্বশেষ খবর