রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাড়ে তিন মাস পর ভারত থেকে পিঁয়াজ আমদানি

প্রতিদিন ডেস্ক

সাড়ে তিন মাস পর ভারত থেকে পিঁয়াজ আমদানি

হিলি স্থলবন্দরে আমদানি করা ট্রাকভর্তি পিঁয়াজ

নিষেধাজ্ঞার কারণে টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারো ভারত থেকে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর রপ্তানি নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পর গতকাল স্থলবন্দর দিয়ে প্রথম পিঁয়াজের চালান এসেছে। দিনাজপুর : বিকাল সাড়ে ৩টায় ভারত থেকে পিঁয়াজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার টনের মতো পিঁয়াজের আইপি খোলা হয়েছে। হিলি স্থলবন্দরের পিঁয়াজ আমদানিকারকরা জানান, গতকাল দেশে ভারতীয় পিঁয়াজের প্রথম চালান এসেছে। দুই-একদিনের মধ্যে বাজারে ভারতীয় পিঁয়াজের সরবরাহ বেড়ে গেলে দাম ২২-২৫ টাকায় নেমে আসবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত ১৪ সেপ্টেম্বর পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। চাঁপাইনবাবগঞ্জ : সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিকাল থেকে প্রথম পিঁয়াজবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে। পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল ভারত থেকে পিঁয়াজ ভর্তি চারটি ট্রাক এসেছে।

আরও বেশ কয়েকটি ট্রাক প্রবেশের জন্য ভারতের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ খবর