শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নবীনগরে কিশোরী নিখোঁজের ঘটনা বেড়েই চলেছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ১৫ দিনে সাতজন কিশোরী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একের পর এক এমন ঘটনায় জনমনে অতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনও নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। জানা যায়, নবীনগর উপজেলায় গত দুই সপ্তাহে সাতটি নিখোঁজ ডায়েরি অন্তর্ভুক্ত হয়েছে। এদের মধ্যে বুধবার পর্যন্ত পুলিশ তিনজনকে উদ্ধার করতে পেরেছে। পুলিশ সূত্র জানায়, বাকিদের উদ্ধারের অভিযান অব্যাহত আছে। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ নিখোঁজের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক অসচেতনায় এসব ঘটনা ঘটছে। আমরা এখন পর্যন্ত যাদের উদ্ধার করেছি তাদের সবাই প্রেমঘটিত বিষয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। নিখোঁজ বাকি কিশোরীদের উদ্ধারের অভিজান অব্যাহত আছে। স্থানীয়রা জানায়, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েরা অলস সময় পার করছেন।

এই অলস জীবনযাপনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মোবাইলে কথোপকথন ও পারিবারিক অসচেতনায় নানা সম্পর্কে জড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীরা। এ সম্পর্ক থেকে গোপনে কেউ কেউ পালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর