শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের পাল্টাপাল্টি সভা ১৪৪ ধারা জারি

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই মাঠ ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় কদিমচিলান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক মাজেদুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করেন।

ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি শহিদুল ইসলাম বকুল। তিনি সভাস্থলে এসে জানতে পারেন ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাজেদুল ইসলাম জানান, তিনি ইউএনওর কাছ থেকে ওই মাঠে সম্মেলন আয়োজনের অনুমতি নিয়েছেন। পরে জানতে পারি একই সময়ে একই স্থানে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা দলের বিশেষ বর্ধিত সভা আহ্বান করেছেন। তাদের কোনো পূর্ব ঘোষণা ছিল না। দুপুরের দিকে জানতে পারি সেখানে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সর্বশেষ খবর