বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১১২ আদিবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়তায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১১২জন সুফলভোগী আদিবাসীদের মধ্যে উন্নত জাতের ক্রসবিড বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প থেকে এসব দেওয়া হয়েছে। রায়গঞ্জ প্রাণিসম্পদ কার্যালয়ে রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ডা. আবদুল আজিজ আদিবাসীদের হাতে বকনা বাছুর ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভুইয়া, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাসসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার সমতল আদিবাসীদের শিক্ষা-সাংস্কৃতিকসহ ভাগ্যোন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করছে।

প্রতিটি শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে বই খাতা কলম সবকিছু প্রদান করছে। সরকারের সুদৃষ্টির কারণে বর্তমানে আদিবাসী অনেক সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সরকারের বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

সর্বশেষ খবর