শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উপজেলা পরিষদ চত্বরে নান্দনিক শিশু পার্ক

দিনাজপুর প্রতিনিধি

উপজেলা পরিষদ চত্বরে নান্দনিক শিশু পার্ক

গ্রামীণ জনপদের শিশুদের বিনোদনের জন্য খানসামা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হয়েছে নান্দনিক শিশু পার্ক। এ পার্কে শুধু বিনোদন বা বেড়ানো নয়, হারিয়ে যাওয়া পশু-পাখির ছবির সঙ্গে পরিচিত ও শিক্ষা গ্রহণ করতে পারা যাবে। উপজেলা পরিষদ চত্বরের এ শিশু পার্কের বিভিন্ন স্থানে সেবাগ্রহীতাদের জন্য বক চত্বরসহ বসার বেঞ্চও রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, পার্কের মাঝখানে দুটি হরিণ দাঁড়িয়ে আছে আর তাদের এক শাবক ঘাস খাচ্ছে। পশ্চিম-উত্তর দিকে আড়াআড়িভাবে সাজানো রয়েছে হাতি, জিরাফ, ঘোড়া, প্রজাপতি ও সিংহের ম্যুরাল। পূর্ব-দক্ষিণ হয়ে পশ্চিমের দিকে গাছের নিচে সাজানো সাদা ও লালচে রঙের চারটি সারস। ডালের নিচে বসা চারটি টিয়া, পাখা মেলে বসে আছে দুটি ময়ূর। পশু-পাখির সমারোহ ছাড়াও শিশুদের জন্য নির্মাণ করা হচ্ছে দোলনা, রাউন্ড দোলনা, ঘোড়া রাউন্ড দোলনা, স্লিপার। হাঁটার জন্য আছে টাইলসের রাস্তা।

সর্বশেষ খবর