মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুই ভাইসহ তিনজনের ফাঁসি, যাবজ্জীবন ৯

তিন হত্যা মামলা

প্রতিদিন ডেস্ক

মাদারীপুরে ইজিবাইকচালক হত্যায় দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া কিশোরগঞ্জ ও জামালপুরে দুটি হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল এ রায় ঘোষণা করা হয়- মাদারীপুর : যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই শেষে চালক হত্যার দায়ে আপন দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলেন রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের আবদুল কুদ্দুস বেপারীর দুই ছেলে জমি বেপারী ও শরীফুল। কিশোরগঞ্জ : বাজিতপুরে কৃষক ছিদ্দিক হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ফাঁসির আসামি হলেন বাজিতপুর উপজেলার বরমাইপাড়ার জুয়েল মিয়া। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- জজ মিয়া, রহিমা খাতুন, কাঁকন, সাইফুল ইসলাম ও মাহবুব হাসান রঞ্জু। জামালপুর : মুদি দোকানি হত্যায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন হানিফ মিস্ত্রি, ফরিদ, ফরিদ মিয়া ও আহাদ।

সর্বশেষ খবর