বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর

ভোলা প্রতিনিধি

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর

সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় চেয়ার

ভোলায় পৌর নির্বাচনী প্রচারণা নিয়ে গতকাল দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, আলীয়া মাদরাসা সড়কে আসাদ হোসেন জুম্মানের প্রচারণাকালে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ করেন, তার নির্বাচনী অফিস ও কর্মীদের বাড়িতে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। অপরদিকে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন অভিযোগ করেন, তার কর্মী ও সমর্থকদের বাড়িতে জুম্মানের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আবদ তালুকদারের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।

সর্বশেষ খবর