পুনর্বাসন কেন্দ্রে ফকির আলমগীরের জন্মদিন
গাজীপুরের মণিপুর বিশিয়া কুড়িবাড়ী এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের ৭১তম জন্মবার্ষিকী গতকাল পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান আবদুল জাহিদ মুকুল।
-গাজীপুর প্রতিনিধি
কিশোরী ধর্ষণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল আড়াই হাজার থানায় অভিযোগ করেছেন ওই কিশোরী। -আড়াইহাজার প্রতিনিধি
পিস্তলসহ আটক
গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোক্তারবাড়ি রসুলবাগ এলাকায় গত রবিবার রাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১০-এর সদস্যরা। আটকরা হলেন- টঙ্গী রসুলবাগ মোক্তারবাড়ি এলাকার শাহাদাত হোসেন রিপন (৩৫) ও বগুড়ার সারিয়াকান্দির রাজিবুল ইসলাম (৪১)। এ ঘটনায় মামলা হয়েছে।
-টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বাইরে থেকে ঘরে তালা দিয়ে রিকশা চুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০টি পরিবারকে তালাবদ্ধ করে গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি